| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব এবারের হজের খতিব নিযুক্ত হয়েছেন শায়খ সালেহ বিন হুমাইদ


এবারের হজের খতিব নিযুক্ত হয়েছেন শায়খ সালেহ বিন হুমাইদ


মুসলিম বিশ্ব     26 May, 2025     12:44 PM    


এবার পবিত্র হজের খুতবা প্রদান করবেন মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় আদেশে তাকে এই নিয়োগ দেন।

রোববার (২৫ মে) সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

পবিত্র কাবার ইমাম শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা সিনিয়র স্কলারস কাউন্সিলের সদস্য। বিশ্বজুড়ে সমাদৃত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। গবেষক আলেম হিসেবেও তার ব্যাপক সুনাম রয়েছে।

আরাফাতের ময়দানে দেওয়া হজের খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ সম্প্রচার করা হয়। এবার বাংলাসহ ২০ ভাষায় হজের খুতবা অনুবাদ করে সম্প্রচার করা হবে। ভাষাগুলো হলো- বাংলা, ফ্রেঞ্চ, মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, ১১, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইটালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো ও জার্মান।